‘সাভার যুবদল নেতা নির্মম খেলার শিকার’
‘বন্দুকযুদ্ধের নামে’ নির্বিচারে বিএনপি নেতা-কর্মীদের হত্যা আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন সেই নির্মম খেলারই শিকার। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা নেই।’
শনিবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ শাহ আলম নয়ন নিহত হওয়ার ঘটনায় রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
শাহ আলমকে হত্যা করা হয়েছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান শাসকগোষ্ঠী বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে।’
ফখরুল বলেন, ‘সরকার একদিকে বিরোধীদলের নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা দায়ের, রিমান্ডের নামে নির্যাতন করছে। পাশাপাশি বিরোধীদলের প্রধান নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে নিক্ষেপ করছে।’
দেশে আইনের শাসন ও জবাবদিহিতা নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখতে দলীয় সন্ত্রাসীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। ’
বিএনপি মহাসচিব শাহ আলম নয়নের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নয়নের হত্যাকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত দাবি করে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি করেন।
মন্তব্য চালু নেই