সাভার ও আশুলিয়ায় ফিরতে শুরু করেছে কর্মজীবি মানুষ
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : ঈদের ছুটিতে নাড়ীর টানে ঈদের আনন্দ পরিবারের সবার সাথে ভাগাভাগি করতে যাওয়া হাজার হাজার পোশাক শ্রমিকও অন্যন্য কর্মজীবি মানুষ ছুটি শেষে আবারও ফিরতে শুরু করেছে দেশের শিল্পাঞ্চল খ্যাত সাভারও আশুলিয়াতে।
সোমবার সকাল থেকেই সাভারও আশুলিয়ার বিভিন্ন বাস স্ট্যান্ডে দেখা যায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে অধিকাংশ বাসেই ফিরছেন সাভারও আশুলিয়ার এই কর্মজীবি মানুষেরা।
এদিকে, শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা আগামীকাল মঙ্গলবার থেকে চালু হবে।তাই আজ(সোমবার)রাত পর্যন্ত আশুলিয়াতে ফেরা পোশাক শ্রমিকদের চাপ থাকবে বলে জানিয়েছে পরিবহন খাতের সংশ্লিষ্টরা।তবে অন্যান্য বারের তুলনায় এবার অনেকটা ঝামেলা মুক্তভাবেই আশুলিয়া ফিরতে পেরে স্বস্তি এই মানুষগুলোর।
অন্যদিকে সাভারও আশুলিয়ার বিভিন্ন বাসষ্ট্যান্ড ঘুরে যান বাহনের কোন চাপ লক্ষ্য কারা যায়নি।তবে বিকেলের দিকে যান বাহনের চাপ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা ট্রাফিক পুলিশের।
মন্তব্য চালু নেই