সাভারের সাবেক এমপি ও পৌর মেয়র আটক

সাভারের সাবেক এমপি, বিএনপি নেতা দেওয়ান সালাউদ্দিন বাবু এবং সাভার পৌর মেয়র, বিএনপি নেতা রেফাত উল্লাহ আটক করা হয়েছে।

আজ রোববার সকালে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর গুলশানের বাসা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্ত্রী সাবিনা সালাহউদ্দিন বিষয়টি জানিয়েছেন।

গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর সাভার ও আশুলিয়ায় বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাচেষ্টার একাধিক মামলায় বাবু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। এ মুহূর্তে তাঁকে সাভার থানা হেফাজতে রাখা হয়েছে। পরে তাঁকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন কাদের ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই