সাবেক স্বামীর মুখোমুখি কারিশমা

দিল্লীর ধনাঢ্য ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবারের মতো তার মুখোমুখি হলেন বলিউড তারকা কারিশমা কাপুর। তাদের ৯ বছর বয়সী মেয়ে সামায়রার একটি নাচের অনুষ্ঠানে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গিয়েছে এ জুটিকে।
সম্প্রতি কারিশমা-সঞ্জয় দম্পতির মেয়ে সামায়রা নাচের উপর একটি কোর্স সম্পন্ন করেছেন। এ উপলক্ষে একটি নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে আমন্ত্রণ জানানো হয় শিক্ষার্থীদের অভিভাবকদের। আর সেখানেই বিচ্ছেদের পর প্রথম মুখোমুখি হন তারা। এসময় দুজন মঞ্চের সামনের সারির আসনে পাশাপাশি বসেন। যদিও একবারের জন্যে দুজন কথা বলেননি।
এদিকে কারিশমা সঞ্জয়ের সঙ্গে প্রায় ১১ বছর সংসার করেছেন। কিন্তু বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগে দুজনের সম্পর্কে চিড় ধরলে, চলতি বছরের মাঝামাঝি তাদের বিচ্ছেদ ঘটে।
উল্লেখ্য, ২০০৩ সালের সেপ্টেম্বরে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ে হয়। তাদের প্রথম মেয়ে সামায়রার জন্ম হয় ২০০৫ সালে। ২০১০ সালে দ্বিতীয় সন্তানের মা হন কারিশমা। রাজ কাপুরের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম তিনি রাখেন কিয়ান রাজ কাপুর।

































মন্তব্য চালু নেই