সাবেক প্রেমিকা নিয়ে বিপাকে ‘বিবাহিত’ রোহিত শর্মা!

তার বিয়ে হয়েছে এক সপ্তাহও হয়নি। টুইটারে নববধূ্ ঋতিকা সাজদেহ’র সাথে তার ছবি দেখেই বোঝা যাচ্ছে নতুন জীবনটা বেশ ভালোই উপভোগ করছেন তিনি। তবে, এই সুখ বেশিদিন দীর্ঘস্থায়ী হল না।

হঠাৎ করেই হাজির হয়ে গেলেন রোহিত শর্মার পুরনো প্রেমিকা সোফিয়া হায়াত! বলিউড পাড়ায় জোর গুঞ্জন রোহিতের বিয়েতে সবাই খুশি হলেও তিনি প্রচণ্ড নাখোশ।তার সঙ্গে রোহিতের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন। তাদের দুজনকে বেশ কয়েকবার এক সঙ্গে মুম্বাইয়ে দেখা গেছে।

শোনা গিয়েছিল, ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ২৬৪ রানের বিশ্ব রেকর্ড গড়ার পর রোহিত শর্মাকে সোফিয়া নিজের নগ্ন ছবি রোহিতকে উৎসর্গ করেন। এবার সেই সোফিয়াই বিয়ে করার কারণে চটেছেন রোহিতের উপর। তার সঙ্গে রোহিত প্রতারণা করেছে বলে তিনি জানান কয়েকটি ভারতীয় গণমাধ্যমকে। এ ঘটনার বদলা নাকি সোফিয়া নেবেনই!



মন্তব্য চালু নেই