নারায়ণগঞ্জে ৭ খুন

সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত চায় বিএনপি

নারায়ণগঞ্জের ঘটনায় একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ দাবি জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য কারামুক্ত নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনায় (নারায়ণগঞ্জের সাত খুন) প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত যতগুলো পদক্ষেপ নেয়া হয়েছে তা সন্তোষজনক নয়।’
তিনি বলেন, ‘আগামী ১৪ মে খালেদা জিয়া নারায়ণগঞ্জে যাওয়ার কর্মসূচি ঠিক করেছেন। একই দিন প্রধানমন্ত্রীও সেখানে কর্মসূচি দিয়েছেন। খালেদা জিয়ার কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল সেটা জেনেশুনেই তিনি (প্রধানমন্ত্রী) কর্মসূচি দিয়েছেন। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’
ফখরুল বলেন, ‘র‌্যাব প্রশ্নবিদ্ধ, র‌্যাবের প্রয়োজনীয়তা আছে কি না সেটাও ভেবে দেখার বিষয়।’
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপিস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই