সাপ দিয়ে বডি ম্যাসাজ! (ভিডিও)

শরীরের ক্লান্তি ও চাপ দূর করতে বডি ম্যাসাজ অনেকের কাছেই একটি আরামদায়ক ব্যাপার বলে পরিচিত। তাই বলে মারাত্মক অজগর সাপ দিয়ে যদি আপনার শরীরের পেশীকে গভীরভাবে ম্যাসাজ করা হয় তাহলে কেমন লাগবে?

index

হ্যাঁ, এমনই পেশী ম্যাসাজের অফার দিচ্ছে ফিলিপাইনের সেবু শহরের একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানা পরিচালনার খরচ বহন করতেই এ অফার দিচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

মিরর অনলাইনের এক প্রতিবেদন থেকে জানা যায়, সেবু শহরের চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে এই ভিন্নধর্মী বডি ম্যাসাজের সুযোগ পেতে পারেন। তবে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ একে পারিশ্রমিক বলতে নারাজ, তারা একে বলতে চান চাঁদা। এক্ষেত্রে ৫ মিটার লম্বা ও মোট ২শ’ ৫০ কেজি ওজনের চারটি অজগরকে শরীরের ওপর আড়াআড়ি ছেড়ে দেয়া হয়। এরাই আপনার শরীরের উপর চলেফিরে, নড়ে-চড়ে পেশী ম্যাসাজের কাজটি করে দেবে সুন্দরভাবে।

article-2608987-1D36FD6700000578-535_634x431

চিড়িয়াখানার ব্যবস্থাপক জিওভান্নি রোমারেট বলেন, ‘প্রথম দিকে দর্শনার্থীরা ভয় পেলেও যারা একবার এই ম্যাসাজ গ্রহণ করেছে তাদের এটি পছন্দ হয়েছে বলেই জানিয়েছে।’

এই ম্যাসাজ চিড়িয়াখানাটির জন্য এখন একটি ভাল ব্যবসা হিসেবেও দাঁড়িয়ে গেছে।



মন্তব্য চালু নেই