সাপের পেটে জীবন্ত মানুষ!

একটা অজগর সাপ আপনাকে গিলবে। আর আপনি সাপের পেটে ঢোকে জীবন্ত বের হয়ে আসার গ্যারান্টি কি দিতে পারবেন? এ রকম বুকের সাহস কয়জন দেখাতে পারে। অসম্ভব আর ভয়ের কাজ হলেও এখন কিন্তু তা সম্ভব। সাপের পেটে ঢোকার জন্য ‘স্ন্যাইক প্রুফ’ জ্যাকেট তৈরি করেছেন প্রকৃতিবিদ ও চলচ্চিত্র নির্মাতা পল রসিলে।

পল রসিলে একটি মুভিতে এ অসম্ভবকে সম্ভব করে দেখাবেন। ‘ডিসকভারি চ্যানেলে’র এই ‘ইটেন এলাইভ’ নামের ভিডিওতে দেখা যাবে পল ‘স্ন্যাইক প্রুফ’ জ্যাকেট পরে বিশাল আনাকোন্ডার পেটর ভিতর ঢোকে গেছেন। আনাকোন্ডা আমাজান বনের সবচাইতে লম্বা অজগর। এটি লম্বায় ৩০ ফুট।আর তার ভিতরেই ঢোকবেন পল।

পলের এ আয়োজনে দারুণ ক্ষেপেছেন প্রাণী রক্ষাবিদ আন্দোলনকারীরা।তারা বলছে এমনটি করা হলে তা হবে প্রাণীর সাথে বৈষম্যমূলক আচরণ।

২৬ বছর বয়সী পল এবিষয়ে টুইটে বলেন, ‘‘আপনারা যারা আমাকে জানেন, আমি কোনো জীবিত প্রাণীকে কষ্ট দেই না।’’

পলের এই আজব কান্ডটি ৭ ডিসেম্বর ‘ডিসকভারি চ্যানেলে’ এ দেখা যাবে।
-ডেইলি মেইল।



মন্তব্য চালু নেই