সাপাহারে ২টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলিসহ ২ যুবক আটক

নওগাঁর সাপাহারে এক অভিযান চালিয়ে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা ২টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম (২৫) ও আব্দুল লতিফ (২৭) নামে দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে।

থানা ও র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অধিনায়ক মেজর আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে উপজেলার কলমুডাঙ্গা গ্রামে চৌমোহনী মোড় হতে ওই যুবকদ্বয়কে আটক করে তাদের শরীর তল্লাসী করে মেডইন ইউ এস এর তৈরী ম্যাগজিনসহ ২টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

পিস্তলগুলি তারা ভারত থেকে আমদানী করে দেশের অভ্যন্তরে সন্ত্রাসীদের নিকট সবর্চ্চো প্রতি পিচ ৮০ থেকে ৯০ হাজার টাকায় বিক্রি করতো বলে আটক রহিম ও লতিফ জানান। অস্ত্রসহ আটক রহিম বলদিয়া ঘাট গ্রামের আব্দুর রাজ্জাক ঘাটোয়াল ও লতিফ মধ্য কলমুডাঙ্গা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।



মন্তব্য চালু নেই