সাপাহারে সড়ক দূঘর্টনায় প্রধান শিক্ষকের মৃত্যু

নওগাঁর সাপাহারে সদরের পালপাড়ায় সড়ক দূঘর্টনায় আহত নূরপুর গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, গত রবিবার রাত ৮টায় উপজেলার মানিকুড়ায় সাইকেল যোগে যাবার পথে সদরের পালপাড়া রাস্তায় পৌছিলে অপরপ্রান্ত থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে প্রধান শিক্ষক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসকগণ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধান শিক্ষক আব্দুস সামাদ সোমবার ভোরে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার বড় মির্াপুর ফকিরপাড়া গ্রামের মৃত্যু আমির উদ্দীনের পুত্র বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই