সাপাহারে স্থলবন্দর এলাকা পরিদর্শনে করলেন মাহফুজুল হক ভুঁইয়া

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ও স্বম্ভাবনাময় উন্নয়নের দ্বার স্থলবন্দর ও কাস্টম করিডোর এর জায়গা পরিদর্শন করলেন বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রনালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহফুজুল হক ভুঁইয়া।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, তাকে সাথে নিয়ে উপজেলার খঞ্জনপুর সীমান্তে বাংলাদেশ-ভারত সিমানার ২৫১মেইন পিলার এলাকার নো ম্যান্স ল্যান্ড এরিয়া পরিদর্শন করেন। এসময় সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া, উপজেলা প্রকৌশলী, আঃ লতিফ, খঞ্জনপুর বিওপি কম্পানী কমান্ডার সুবেদার রহমত উল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সহ অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন। স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহফুজুল হক সীমান্ত এলাকা পরিদর্শন করে সাপাহার বাসীকে স্থলবন্দর তৈরীতে সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। সাপাহার উপজেলায় স্থলবন্দর স্থাপিত হলে উপজেলায় একটি বৃহত উন্নয়নের দ্বার উম্মোচিত হবে যার ফলে এখানকার সাধারণ খেটে খাওয়া হাজার হাজার মানুষের কর্মস্থান সৃষ্টি হতে পারে বলে ও এখানকার অভিজ্ঞ মহল মনে করছেন তাই উপজেলাবাসী জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাদের দীর্ঘ দিনের স্বপ্ন সাপাহার সীমান্তে স্থলবন্দর স্থাপনের জোর দাবী জানিয়েছে।



মন্তব্য চালু নেই