সাপাহারে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ): নওগাঁর সাপাহারে একটি পিস্তল, দুটি ম্যাগজিন,সাত রাউন্ড তাজাগুলিসহ দোস্তমোহাম্মদ সেন্টু (৬৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। শক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আলিনগর থেকে সেন্টুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেন্টু সাপাহার উপজেলার কামাশপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। র্যাব -৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর আরাফাত জানান, শক্রবার দুপুরে গোপন সূত্রে জানা যায়, সেস্টু তার নিজ বাড়ি কামাশপুর গ্রাম থেকে উপজেলার আলিনগর গ্রামের একটি রাস্তা দিয়ে অস্ত্র নিয়ে হেঁটে চাঁপাইনবাগঞ্জ জেলার দিকে যাচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সদস্যরা দ্রুত আলিনগর গ্রামে অভিযান চালিয়ে সেন্টুর দেহ তল্লাশী করা হয়। এ সময় তার শলীরে বাঁধা ইউএস’র তৈরী ৭.৬৫ এমএম একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড তাজাগুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, সেন্টু দীর্ঘদিন থেকে অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিলেন। এ ব্যাপারে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই