সানি লিওন খুব উদার, অবশেষে বললেন শাহরুখ খানও

বলিউডে পা রেখে এরই মধ্যে একাধিক ছবির নায়িকা বনে গিয়ে আলোচনায় এসেছেন সানি লিওন। ব্যবসায়িক সফলতা না পেলেও মূলত ভিন্ন কারণে আলোচিত হন বারবার।
এক অক্ষয় কুমার ছাড়া এখনো বড় তারকার সঙ্গে অভিনয় করেননি সানি। অবশ্য বলিউড বাদশা শাহরুখ খানের ‘রইস’ ছবিতে একটি আইটেম গানে পারফর্ম করেছেন চলতি বছর। সে ছবিরই ট্রেলর মুক্তি পেয়েছে সম্প্রতি।
সেখানে এক ঝলক দেখা গেছে সানিকে। আর তাতেই নাকি চারদিক থেকে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। শুধু তাই নয় এর ফলে সানির জীবনও নাকি বদলে গেছে। সে কথাই নায়িকা জানান দিলেন নিজের টুইটারে।
তবে সানির এ বদলে যাওয়ার গল্পের নায়ক শাহরুখÑএমনটাই উল্লেখ করা হয় টুইটারে। ‘রইস’-এর ট্রেলরের মুক্তির পর মাত্র চারদিনেই ইউটিউবে ১ কোটি ৭০ লক্ষ দর্শক ছাড়িয়ে গেছে।
সানি তার টুইটারে লিখেছেন, কিছু মানুষ থাকেন যারা বিনোদনের ক্ষেত্রে জীবনটা বদলে দিতে পারেন। ধন্যবাদ শাহরুখ খান, আমাকে সুযোগ দেয়ার জন্য। উত্তরে শাহরুখ টুইট করেছেন, সানি লিওন ‘তুমি’ খুব উদার। রইসে পারফরম্যান্স যোগ করার জন্য ধন্যবাদ। কিপ স্মাইলিং।

































মন্তব্য চালু নেই