সানি লিওনের পিছু নিলেন কে এই ব্যক্তি?

সানি লিওনের অতীত নিয়ে বলার আর অপেক্ষা রাখে না। বলিউডে পা রাখার পর বেশ কয়েক বছর পেরলেও সানি লিওনকে নিয়ে কৌতূহল কম হয়নি। আমিরি কায়দায় এবার তার পিছু নিলেন কে এই অভিনেতা? না চেনার উপায় নেই। তিনি হলেন মালায়ালাম অভিনেতা জয়সুরিয়া৷

নানা বিতর্কের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে সানির পাশে এসে দাঁড়িয়েছিলেন আমির খান৷ জানিয়ে দিয়েছিলেন, সানির অতীত নিয়ে কোনো সমস্যা নেই৷ যদি সেরকম চিত্রনাট্য পান তাহলে সানির সঙ্গে কাজ করতেও রাজি তিনি৷

পরে সানিকে শুটিংয়ের ফাঁকে লাঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির৷ সেই একই পথে হাঁটলেন মালায়ালাম অভিনেতা জয়সুরিয়াও৷ এক অ্যাওয়ার্ড সেরিমোনিতে দেখা হয়েছিল তাদের৷ সানিকে নিয়ে সব বিতর্কে জল ঢেলে সানির সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন তিনি৷

সানির প্রশংসা করে অভিনেতা জানান, সানির সঙ্গে সময় কাটিয়ে তার দারুণ লেগেছে৷ সানিকে নিয়ে তার মনে যা কিছু সংশয় ছিল কথা বলেই তা কেটে গেছে।

অভিনেতার মতে, সানি যেভাবে সমস্ত খারাপ জিনিস পলকে মন থেকে মুছে দিতে পারে তাতেই বোঝা যায় যে, ব্যক্তি হিসেবে সানি নিজেকে কোন পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন৷

‘মস্তিজাদে’র পর আপাতত কোনো ছবিতে দেখা যাচ্ছে না সানি লিওনিকে৷ তবে এরই মধ্যে দুটো জবরদস্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ বিসিএল-এ ‘চেন্নাই সোয়াগারস’ টিমের মালকিন তিনিই৷

পাশাপাশি সানি বাজারে আনছেন তার নিজস্ব পারফিউম ব্র্যান্ড ‘লাস্ট’৷ অভিনয়ের সঙ্গে সঙ্গে বলিউডে তার জমি যে পাকাপোক্ত করে নিচ্ছেন সানি, এ ঘটনাই তার প্রমাণ৷



মন্তব্য চালু নেই