সানি লিওনের পারিশ্রমিক ১৪ কোটি!
একটি লাইভ কনসার্ট। সেখানে তিনটি গানের সাথে নাচবেন ভারতের আলোচিত সমালোচিত সানি লিওন। অার এর জন্য তাকে দেয়া হবে ১৪ কোটি রুপি! এমনই প্রস্তাব দেয়া হয়েছে এই বিতর্কীত অভিনেত্রীকে।
সানি লিওন নায়িকা হিসেবে নিজের অবস্থান হিন্দি সিনেমাতে এখনো শক্তপোক্ত করতে না পারলেও নাচ দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন।
জানা গেছে, কনসার্টে সানি লিওনের পারফরমেন্স দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। বিষয়টি বিবেচনা করেই আয়োজকরা সানিকে লাইভ কনসার্টে পারফর্ম করার জন্য ১৪ কোটি রুপির প্রস্তাব দিয়েছেন।
‘বেবি ডল’ ‘পিঙ্ক লিপ’ ও ‘পানি ওয়ালা’ গানে সানির নাচে মুগ্ধ ভক্তরা। সানির দর্শকপ্রিয়তা মাথায় রেখে তাকে কনসার্ট করাতে একদিনের জন্য ১৪ কোটি রুপি খরচ করতে রাজি আয়োজকরা।
এদিকে মিডিয়ায় এ খবর প্রকাশিত হলেও এখনো অবধি জানা যায়নি কারা এই প্রস্তাব দিয়েছে ৩৪ বছর বয়সী সানি লিওনকে।
এই প্রস্তাব সত্যি হলে নতুন একটি রেকর্ড গড়বেন বিতর্কীত এ বলিউড স্টার সানি। এর আগে প্রত্যেক পারফর্মের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিতেন ৪ কোটি রুপি। এখনো পর্যন্ত মুম্বাই ফিল্ম ইন্ডস্ট্রিজের প্রথম সারির নায়িকা হতে পারেননি সানি। কিন্তু কনসার্টে পারফর্ম করার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন ‘মেল কিলার’ সানি লিওন! বাকিটা দেখার জন্য এখন শুধু অপেক্ষা।
মন্তব্য চালু নেই