সানি লিওনের জন্য কবি হচ্ছেন রণবীর!
ক্যাটরিনা কাইফের সাবেক প্রেমিক রণবীর কাপুর কবি হচ্ছেন, তাও আবার সানি লিওনের জন্য! তবে সেটি শুধু একটি ছবিতে।
একটি শীর্ষস্থানীয় পত্রিকার বরাত দিয়ে ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর তার বন্ধু সুনীল সুব্রিমানি পরিচালিত একটি ছবিতে কবি হচ্ছেন। সুনীল ছবি নির্মাতা অনুরাগ বসুর সহকারী।
শোনা গেছে, রণবীর ছবির একটি গানের মধ্যে পাঞ্জাবি ও হিন্দি এই দুই ভাষায় একটি শায়ারি পড়বেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শারমান জোসি ও সানি লিওন।
ছবিতে রণবীরের অংশ নেয়ার বিষংয়টি নিশ্চিত করে পরিচালক বলেছেন, ছবিতে রণবীর চার লাইনের একটি ছোট কবিতা পড়বেন। আমি যখন এই পরিকল্পনার কথা তাকে বলেছি সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে।
রণবীর কাপুরকে পরবর্তীতে অনুরাগ বাসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে দেখা যাবে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় ছবিটি বেশ আলোচনায় আছে।
মন্তব্য চালু নেই