সানি নিজেই পর্ন সাইট চালান?

বলিউডে পা রেখে সাফল্য পেয়েছেন প্রাক্তন পর্নস্টার সানি লিওন। তবে বিতর্ক বা সমালোচনা কখনও পিছু ছাড়ে না তাঁর।এবার তাঁর বিরুদ্ধে পর্ন ওয়েবসাইট চালানোর অভিযোগ উঠল। গোয়ার মারগাঁও-এর বাসিন্দা অরুণ পারেলেকর এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ‘জিসম-২’ ছবির অভিনেত্রী সানি ওরফে করনজিত কৌর ভহরা একটি পর্নোগ্রাফির ওয়েবসাইট চালান। ওয়েবসাইটটিতে রয়েছে সানির নগ্ন ছবি ও ভিডিও।

তাঁর দাবি, সানির এই কাজ মহিলাদের অশালীনভাবে তুলে ধরা সংক্রান্ত আইনের ধারা এবং ২০০০-এর তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা অনুযায়ী অপরাধ। মরগাঁও টাউন থানায় এ ব্যাপারে এফআইআর দায়ের করেছেন তিনি।

তাঁর আরও অভিযোগ এই ওয়েবসাইটটি দেখার ক্ষেত্রে বয়সের কোনও বাধ্যবাধকতাও রাখা হয়নি। যে কেউ চাইলেই দেখতে পাবে ওয়েবসাইটটি। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, সাইটটির ছবি, ভিডিও এবং বিষয়বস্তুও ভীষণই অশ্লীল।

সম্প্রতি মুক্তি পেয়েছে সানি অভিনীত ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবিটি। এরই মধ্যে নয়া বিতর্কে জড়ালেন সানি।
এবিপি



মন্তব্য চালু নেই