সানিয়ার বিদায় সিনসিনাতি থেকে

সিনসিনাটিতে থেমে গেল সানিয়াদের দৌড়! সেমিফাইনালে তিন সেটের (৪-৬, ৬-০, ৬-১০) লড়াইয়ে চিনা তাইপের দুই বোনের কাছে হারল শীর্ষ বাছাই সানিয়া-হিঙ্গিস জুটি৷

প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন সানিয়া ও তার সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিস৷ প্রতিপক্ষকে কোনও পয়েন্টই দেয়নি সানিয়া-হিঙ্গিস জুটি৷

কিন্তু তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বশ্যতা স্বীকার করেন সানিয়ারা৷ ৬-১০ হেরে ম্যাচ হাতছাড়া হয় ইন্দো-সুইস জুটির৷ এর ফলে সিনসিনাটিততে শেষ ভারতীয়দের দৌড়৷ এর আগেই পুরুষ ডাবলস থেকে বিদায় নিয়েছিলেন লিয়েন্ডার পেজ ও রোহন বোপন্না জুটি৷



মন্তব্য চালু নেই