সানির সঙ্গে একটি জিনিস বার বার ঘটে! কী জানেন?

সানি লিওনি এখন থাইল্যান্ড গিয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে। কিন্তু সেখানে গিয়েও শান্তি নেই কারণ একটি জিনিস বার বার ঘটে চলেছে ওঁর সঙ্গে।

‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবির শ্যুটিংয়ের পরে হাতে একটু সময় পেয়েছেন সানি লিওনি। আর এই সময়টাইকেই কাজে লাগাচ্ছেন তিনি। বেড়াতে ভালবাসেন সানি। তাই দেশ-বিদেশে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যেমন কিছুদিন আগেই গিয়েছিলেন লস এঞ্জেলস।

তার পরে ফিরে এসেই পাড়ি দিয়েছেন থাইল্যান্ড অভিমুখে। কিন্তু সেখানে গিয়েও একই বিপদে পড়েছেন, যেমনটা হয়েছিল লস এঞ্জেলস থেকে মুম্বই ফেরার সময়। সেটাই বার বার সানির জীবনে ঘটে। এক দেশ থেকে অন্য দেশে উড়ে যাওয়ার সময়ে বার বার লাগেজ হারিয়ে গিয়েছে ওঁর।

এই নিয়ে অত্যন্ত বিরক্ত এবং চিন্তিত সানি। যদিও শোনা যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় খুব তাড়াতাড়িই নিজের লাগেজ ফেরতে পাবেন সানি। কিন্তু প্রশ্ন হল, বার বার সানির সঙ্গে এই ব্যাপারটি ঘটে কেন? ব্যাপারটা কাকতালীয় হতেই পারে আবার এর পিছনে কোনও গূঢ় কারণ থাকতেই পারে!



মন্তব্য চালু নেই