সানির প্রেরণা প্রিয়াঙ্কা!

বলিউডে জনপ্রিয় একটি ম্যাগাজিনের নতুন সংখ্যায় দেখা যাবে সানি ও তার স্বামী ড্যানিয়েলকে। সম্প্রতি ম্যাগাজিনটির এই বিশেষ সংখ্যার লঞ্চিং অনুষ্ঠানে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে এসেছিলেন সানি। সেখানে সাংবাদিকরা এক প্রশ্নে সানির কাছে জানতে চান, বলিউডে সানির সবচেয়ে পছন্দের অভিনেত্রী কে?
সানির জবাব ছিল খুব স্বতঃস্ফূর্ত। তিনি বলেন, ‘বিদ্যা বালানকে ভালো লাগে। কঙ্গনা খুব ভাল কাজ করে বলে আমার মনে হয়। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়াকে আমার মনে হয় ‘জ্যাক অব অল ট্রেডস।’ ও সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারে। আমার মনে হয় বলিউডের সবচেয়ে বড় প্রেরণাদাত্রী মহিলা প্রিয়াঙ্কা।’
সাংবাদিকদের সানি আরও বলেন, ‘প্রিয়াঙ্কা যা করেন তা নিয়ে প্রতিবেদন লেখা হয়, টিভির পর্দায় আমি দেখতে পাই। আমি যখন মার্কিন দেশে যাই সেখানে প্রিয়াঙ্কার বিজ্ঞাপনের হোর্ডিং দেখি। বিলবোর্ড দেখি। যখন অন্য কোনো দেশে আমরা থাকি এবং প্রিয়াঙ্কার বিলবোর্ড, বিজ্ঞাপনের হোর্ডিং দেখি তখন এই ভেবে গর্ববোধ করি যে, হ্যাঁ ও ভারতীয়, আমি যে দেশ থেকে এসেছি ও সেই দেশেরই মানুষ, এটা আমাকে খুবই প্রেরণা জোগায়।’



মন্তব্য চালু নেই