সানির আবাস এবার জঙ্গলে!

হাজার কাজের চাপ স্বত্বেও ঘোরার সময় ঠিকই বের করে নেন সানি লিওন। বেড়াতে যাওয়া সানির নেশা। সময় পেলেই ব্যাগ গুছিয়ে রেডি হয়ে পড়েন সুন্দরী। সমুদ্র বিহারের পর এবার জঙ্গল সফরে লিওনি। স্বামী ড্যানিয়েলকে নিয়ে আফ্রিকায় ভ্রমণে গিয়েছেন বেবিডল। সম্প্রতি ট্যুইট করে সানি এই খবর জানিয়েছেন । সঙ্গে দিয়েছেন আফ্রিকার নানা খুঁটিনাখুটি তথ্য।

সম্প্রতি সানিকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।ভারতে ধর্ষণের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে তাঁকে। এমন কি উঠছে সানির ভারত ছাড়ার দাবি। এই মুহূর্তে সানির আফ্রিকা ভ্রমনে অনেকের বাঁকা চোখে দেখছেন। কেউ কেউ মনে করছেন পরিস্থিতি এড়াতেই নাকি মুম্বই থেকে দূরে থাকছেন লিওনি।

এদিকে , জোহর ফিল্মস-এ এন্টি নিয়ে ফেলেছেন লিওনি।করণের আগামী ছবি ‘এ দিল হ্যায় মুশকিল’-এ ক্যামিও রোলে দেখা যাবে তাঁকে। তবে শুধু আইটেম নম্বরে নয় ছবিতে অভিনয়ও করবেন লিওনি।



মন্তব্য চালু নেই