সাধাসিধে ঐশ্বরিয়া

বিশ্বের সেরা সুন্দরী হিসেবে এখনও ঐশ্বরিয়া রাই বচ্চন শীর্ষে। ক্যারিয়ারের শুরু বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মুকুট জেতা থেকে মডেলিং এবং তারপর বলিউডের ঝলমলে গ্ল্যামার দুনিয়া। অভিনয় জীবনের বেশিরভাগ সিনেমা করেছেন আবেদনময় লুকে। সেই সুন্দরী ঐশ্বরিয়া এবার পর্দায় আসতে যাচ্ছেন সাধাসিধে চেহারায়।

পাঁচ বছর পর ‘জজবা’ দিয়ে নায়িকার বড়পর্দায় কামব্যাক করেছেন কিছুদিন আগেই। তবে ছবিটি বক্স অফিসে তেমন লাভের মুখ দেখেনি। এই মুহূর্তে সর্বজিৎ সিংয়ের বায়োপিকে অভিনয় করছেন, যেখানে তাঁকে দেখা যাবে সর্বজিতের বোন দলবীর কওরের ভূমিকায়। ভাইকে জেল থেকে বের করে আনার লড়াইয়ের ছবি।

মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় চলছে শুটিং। খয়েরি রঙের সাধারণ সালোয়ার কামিজে সেটে হাজির হচ্ছেন নায়িকা। পায়ে থাকছে সাধারণ স্যান্ডেল। চরিত্রের প্রয়োজনে একেবারে সাধারণ ভাবে মেকআপহীন লুকে পর্দায় হাজির হবেন তিনি। ২০১৬ সালের মে মাসে উমাঙ্গ কুমার পরিচালিত এই ছবি মুক্তি পাবে।



মন্তব্য চালু নেই