সাদা কাপড় হোক আরও সাদা
সাদা হচ্ছে শুভ্রতার রং। কিন্তু দাগ লেগে যাওয়ার ভয়ে অনেকেই আছেন যারা সাদা রঙের জামা পড়তে ভয় পান।
আবার অনেকেই আছেন যাদের কাছে সাদা রঙটা এতটাই পছন্দ যে, ওয়ার্ড্রোবটা ভর্তি করে ফেলেছেন সাদা রঙের নানা ধরনের পোশাকে।
কিন্তু সাদা পছন্দ হোক বা না হোক জীবনে কখনও না কখনও সাদা পোশাক পরতে হয়েছে। সেই স্কুলে পড়ার সময় থেকেই। তবে সাদা পোশাকের নিতে হয় স্পেশাল কেয়ার।
রইল সাদা কাপড়ের বিশেষ যত্নের টিপস—
১. জামাকাপড় পরিষ্কার করার আগে সাদা পোশাক আলাদা করে নিন। তাতে অন্যান্য পোশাকের দাগ সাদা পোশাকে লাগার কোনও ভয় থাকে না।
২. ময়লা সাদা জামাকাপড় পরিষ্কার করতে যতটা পরিমাণ ডিটার্জেন্ট প্রয়োজন ততটাই ব্যবহার করুন। অত্যাধিক ডিটার্জেন্টের ব্যবহার পোশাককে আরও খারাপ করে দিতে পারে।
৩. সাদা পোশাকে যাতে হলদে ভাব দেখা না দেয় সেজন্য ব্লিচ ব্যবহার করতে পারেন। তবে সুতির কাপড় হলে তবেই ব্লিচ ব্যবহার করা উচিত।
৪. সাদা জামাকাপড় ধোয়ার আগে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। সব ময়লা সহজেই উঠে যাবে।
৫. লেবুর রস কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে কার্যকরী। সাদা জামাকাপড়ে উজ্জ্বলতা বজায় রাখতে ডিটার্জেন্টের সঙ্গে অর্ধেক পরিমাণ লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।
৬. হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন। পানির মধ্যে ভিনিগার মিশিয়ে সাদা জামাকাপড় ভিজিয়ে রাখুন। তাতে পোশাকের উজ্জ্বলতা বজায় থাকবে।
৭. সাদা জামাকাপড় রোদে শুকোতে দেওয়াই ভালো। কড়া রোদের সাদা পোশাকের হলদে ভাব দূর হবে।
মন্তব্য চালু নেই