সাদামাটা মাশরাফি পরেন ১০০ টাকার টি-শার্ট!

মাশরাফি একদিকে তারকা ক্রিকেটার অন্যদিকে একজন সৎ মানুষ। তার সম্পর্কে না জানা অনেক কথাই জানিয়েছেন তিনি।

মাশরাফির রয়েছে নিজস্ব রুচি ও পছন্দ। নিজের সাদামাটা জীবন সম্পর্কে অবাক হওয়ার মত নানা কথা বলেছেন তিনি। সৎ মানুষ হিসাবে মাশরাফির ব্যাপক সুনাম রয়েছে।

বিপিএলে মোটা অংঙ্কের প্রলোভনকে উড়িয়ে দিয়েছেন তিনি। মাশরাফি জানান, একদম সাদামাটা জীবন যাপনেই সন্তুষ্ট তিনি। পোশাকের বিষয়ে সাধারণত জিনস-টিশার্টই তার পছন্দের পোশাক।

মাশরাফি জানান, ‘জিনসের সঙ্গে টি-শার্টই আমার পছন্দ। আর ১০০ টাকা থেকে ১৫০ টাকার টি-শার্ট আমি পরি। তবে জিনসের সঙ্গে মাঝে মাঝে ব্রান্ডের শার্টও পরেন তিনি।

দেশে বা দেশের বাইরে গেলে যেটা তার সামনে পরে সেটাই কিনেন তিনি। তবে টি-শার্ট, জিন্সপ্যান্ট ও স্লিপার এভাবে বেশি কিনেন মাশরাফি।



মন্তব্য চালু নেই