সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে জেলা বিএনপির সাধারন সম্পাদকসহ সাতজন আটক

সাতক্ষীরা জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলীম ও জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলুসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার পৌনে ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তারা নবনির্বাচিত মেয়র তাজকিন আহমেদের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য প্রেসক্লাবে আসছিলেন। এসময় পুলিশ ঘন্টাব্যাপী প্রেসক্লাব ঘেরাও করে রাখে।
নবনির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতী জানান, পূর্ব নিধারিত কর্মসুচি অনুযায়ী সাংবাদিকদের সাথে মতবিনিময় করার জন্য প্রেসক্লাবে ঢুকার সময় কোন কিছু বুঝে উঠার আগেই পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলীম ও জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলুসহ ০৭ নেতা কর্মীকে আটক করে । তিনি আরও বলেন, প্রায় ঘন্টাব্যাপি পুলিশ প্রেসক্লাব অবরুদ্ধ করে রাখে। তিনি এ সময় অনতিবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।
সাতক্ষীরা সদর থানার (ওসি) এমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, আটককৃতরা নিয়মিত মামলার আসামি।



মন্তব্য চালু নেই