সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন

সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ টায় নতুন ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও তালা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম সরদার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শেখ আজহার হোসেন। ফিতা কেটে স্কুলের আবাসিক-অনাবাসিক নতুন ভবনের উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম মোকাররম আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ, পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পরিচালক মোঃ আলাউদ্দীন ফারুকী প্রিন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সুধিজন ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। এ কারণে শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করা প্রয়োজন। তিনি সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজের কার্যক্রমকে স্বাগত জানিয়ে স্কুলের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির সম্মৃদ্ধ কামনা ও স্কুলের সার্বিক সাফল্য কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।



মন্তব্য চালু নেই