সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাদ্রাসায় বই উৎসব পালন

নতুন বছরের শুরতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ফিরে পেয়েছে লেখাপড়ার চাঞ্চল্যতা। আজ শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা’য় উদ্যাপন করা হয়েছে বই উৎসব ২০১৪। আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা’র সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণের মধ্যদিয়ে এ উৎসব শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ। বই উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব ওয়ার্ছী। বক্তারা বলেন,‘আজকের শিশু আগামী দিনের ভভিষ্যত। শিশুদের ভবিষ্যত গড়তে হলে পড়াশুনার বিকল্প নেই। এই বই উৎসবকে বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। যা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার বছরের প্রথমেই ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করতে ব্যর্থ হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক।’ বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, মাওলানা আব্দুল করিম, মাওলানা আবুল বাশার, মোঃ শহীদুল্লাহ, মাওলানা শহীদুল আলম, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। বছরের শুরুতেই বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী আমিনুর রহমান।



মন্তব্য চালু নেই