সাতক্ষীরায় হরতাল বিরোধী মিছিল

জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদী’র রায়কে কেন্দ্র জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর দিঘীর পাশে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শেখ তামিম আহমেদ সোহাগ, সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এহসান হাবীব অয়ন, সহ সভাপতি আমিনুর রহমান বাবু, শেখ মারুফ হাসান রিংকু, শহর ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম আউয়াল, সদর ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব নিমু, সাধারন সম্পাদক হাসানুজ্জামান শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম মাহমুদুজ্জামান মিলু, সাধারন সম্পাদক মোঃ আবু তাহের রাজু, সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ পারভেজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সহ সম্পাদক শেখ ইমরান হাসান বিপ্লব, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ পারভেজ, ২নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদ হাসান, ৯ নং ওয়ার্ড সভাপতি জাহিদ হাসান, সহ সভাপতি আনোয়ারুজ্জামান বাদশা, কলেজ ছাত্রলীগের হারুন উর রশিদ, মমিনুর রহমান, খান ইমরান, কর্ণেল বাবুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এহসান হাবীব অয়ন।



মন্তব্য চালু নেই