সাতক্ষীরায় সড়কে ডাকাতির চেষ্টা, ৩ ডাকাত গ্রেপ্তার, গুলিবিদ্ধ-১
সাতক্ষীরায় মহাসড়কে গাছ ফেলে বাস ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সাথে সংঘর্ষে ফারুক হোসেন ওরফে পিচ্চি ফারুক নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। ফারুক হোসেন সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের ফিরোজ গাজীর ছেলে।
এসময় ঘটনাস্থল থেকে একটি গাছের গুড়ি, শাবল, লম্বা মোটা রশি, কুড়াল ও বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এসময় সেখান থেকে হাতে নাতে আটক করা হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের অপর দুই সদস্য ইসহাক আলী গাজী ও মিজানুর রহমান গাজীকে। এসময় ডাকাতদের আক্রমনে আহত হয়েছেন দু’পুলিশ সদস্য। সোমবার দিবাগত রাত ৩ টায় সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আটক ইসহাক আলি গাজী জেলা সদরের গড়েরকান্দা গ্রামের মৃত. মোমিন গাজীর ছেলে, মিজানুর রহমান গাজী সাতক্ষীরা দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের মৃত. আহমেদ আলী গাজীর ছেলে।
পুলিশ সুত্র জানায়, শহরের অদূরের লাবসা পলিটেকনিক মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, ছয়ঘরিয়ায় একদল ডাকাত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাস/পরিবহন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশের এস আই বোরহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ছয়ঘরিয়ায় পৌঁছালে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ করে। ডাকাতদের ছোড়া বোমার আঘাতে দুইজন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে ডাকাত সদস্য ফারুক হোসেন ওরফে পিচ্চি ফারুককে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় আরও দু’ডাকাতকে। গুলিবিদ্ধ ফারুক আহত দু’পুলিশ সদস্যকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এস আই কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ফারুক, ইসহাক ও মিজানুর আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই