সাতক্ষীরায় সুন্দরবন থেকে ১০৫টি নৌকা ও ৫০টি জাল উদ্ধার

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ কোষ্টগার্ড এর সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনে কর্মরত জেলেদের আটককৃত ১০৫টি মাছ ধরার নৌকা ও ৫০টির বেশি জাল উদ্ধার করেছে। বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের কচুখালি ও ক্লান্তি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। কৈখালি কোষ্ট গার্ড এর পেটি অফিসার মোক্তার হোসেন জানান, সম্প্রতি বেশ কয়েকজন জেলে সুন্দরবনে কর্মরত অবস্থায় মুক্তিপণের দাবিতে অপহৃত হয়। পরে তারা মুক্তিপণ বা যে কোন উপায়ে উদ্ধার হলেও তাদের নৌকা ও মাছ ধরার জাল উদ্ধার করা সম্বভ হয়নি। এরই ভিত্তিতে কোষ্টগার্ড এর সদস্যরা বৃহষ্পতিবার সকাল সাতটা থেকে সুন্দরবনের কচুখালি ও ক্লা-ি এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৫টি নৌকা ও ৫০টি জাল উদ্ধার করা হয়। নৌকা ও জালগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলেদের হাতে পৌঁছে দেওয়া হবে।



মন্তব্য চালু নেই