সাতক্ষীরায় শহীদ জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী পালিত

আব্দুর রহমান, সাতক্ষীরায়: বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে শহরের মাইক্রো বাসস্টান্ড চত্বরে জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ সভাপতি ইউসুফ আলী, এড. আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, এড. তোজাম্মেল হোসেন, সদর থানা বিএনপি’র সাধারন সম্পাদক চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুব দলের সভাপতি আবুল হাসান হাদী, সাধারন সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সদস্য সচিব অধ্যাপক মনিরুজ্জামান মনি, জেলা মহিলা দলের আহবায়ক হোসনে আরা মমতাজ, সাধারন সম্পাদিকা কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি। আলোচনা সভায় বক্তারা বলেন, “ শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রবাদ পুরুষ। একটি জাতির উন্নয়নে যেসব কাজ করা ও বাস্তবায়ন করা প্রয়োজন ছিল, জিয়াউর রহমান তার স্বল্পকালীন রাজনৈতিক জীবনে তা করার চেষ্টা করেছিলেন। একদলীয় শাসনের নিগড় থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছিলেন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন তিনি। আলোচনা সভা শেষে অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত পরিচালনা এবং তাবারক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারন সম্পাদক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, তরিকুল ইসলাম, এড. কামরুজ্জামান ভূট্রো, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রিপন, আহাদুজ্জামান আর্জ্জেদ, মিলন সিকদার, এড. আব্দুল জলিল, এড. মোস্তফা জামান, এড. সোহরাব হোসেন, রুহুল আমিন পাড়, সাইদুল ইসলাম হিমু, শাহীনুজ্জামান শাহীন, মাসুদুজ্জামান, লিয়াকত হোসেন, করিম সিরাজী, সদর তাঁতী দলের সভাপতি মাষ্টার আব্দুল্লাহ রেজা চৌধুরী, সৈয়দ জলিল, এড. নজরুল ইসলাম, শাহেদ উল্লাহ লিটনসহ বিএনপি’র সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই