সরকার আবারো বাকশালের দিকে ধাবিত হচ্ছে
সাতক্ষীরায় বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
অগণতান্ত্রিক সম্প্রচার নীতিমালা প্রণয়নের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সভাপতি রহমাতউল্লাহ পলাশের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সম্প্রচার নীতিমালার কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোদাচ্ছেরুল হক হুদা, জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাজু প্রমুখ। সমাবেশে জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ বলেন, “সরকার বিরোধীদলের পাশাপাশি মিডিয়ার কণ্ঠরোধ করার জন্য সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সরকারের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে। ৫ জানুয়ারির নির্বাচন একটি অবৈধ্য নির্বাচন। যে নির্বাচনটি গ্রহণযোগ্য ছিলনা, নিরপেক্ষ ছিলনা, সকল দলের অংশ গ্রহণ ছিলনা। যে নির্বাচনে ভোটাধিকারের অধিকার ছিলনা, মাত্র ৫% ভোট পেয়ে এই সরকার ক্ষমতায় বসে আসে। সুতরাং এই সরকার গণতান্ত্রিক সরকার হতে পারেনা। যদি গণতান্ত্রিক সরকার হতো তাহলে জণগণের ভোটে নির্বাচিত হতেন। আমরা লক্ষ্য করছি, এই সরকার আবার ১৯৭৫ সালের বাকশালের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং এখনই আমাদের নেত্রী’র সাথে বসেন, অন্যান্য দলের নেতৃবৃন্দের সাথে বসেন এবং একটি গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে এ সম্প্রচার নীতিমালা বাতিল করুন।” এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সিরাজুল ইসলাম বাবু, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাহিনুল করিম, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবিদুল হক মুন্না, সাধারন সম্পাদক আহাদুজ্জামান আর্জ্জেদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ছিদ্দিক, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক নাসির উদ্দীন, পৌর মৎস্যজীবি দলের আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব এম এ রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (বাবলু), সদর থানা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মোঃ মাহমুদুল হক, জেলা তরুন প্রজন্ম দলের সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক আরিফুর খান বাপ্পী, সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি রাকিব হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলু।
মন্তব্য চালু নেই