সাতক্ষীরায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত

সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা-পাটকেলঘাটা সড়কের সুজনশাহ যাত্রী ছাউনি এলাকায় পুলিশের গুলিতে বিএনপি নেতা শেখ আ. হালিম বিপ্লব নিহত হয়েছেন।

শুক্রবার ৭টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত হালিম তালা উপজেলার দোহার গ্রামের মৃত শেহের আলীর ছেলে। তিনি জালালপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ও শালিখা কলেজের পরিদর্শক।

তালা থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, রাত তিনটার দিকে ইসলামকাটি-সুজনশাহ যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন।

পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।

তবে নিহত বিপ্লবের চাচাতো ভাই নসিরউদ্দীন ও চাচি রাবেয়া খাতুন জানান, রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে সুজনশাহ যাত্রী ছাউনী সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।



মন্তব্য চালু নেই