সামাজিক কুপমন্ডুকতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে
সাতক্ষীরায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু
সাতক্ষীরায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রাশেদুল হোসেন।
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ে মিথস্ক্রিয়া এবং সামাজিক কুপমন্ডুকতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আওতায় তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও গণযোগাযোগ অধিদপ্তরের বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা আনসার অ্যাডজুট্যান্ট আনিছুর রহমান, জেলা তথ্য অফিসার সিরাজুল হক মল্লিক পিটিআই সুপার আতিয়ার রহমান প্রমুখ।
উৎসবের উদ্বোধনী দিনে বেলা ১১টায় আগুনের পরশমণি ও দুপুর ২টায় আলোর মিছিল, ২৯ এপ্রিল বেলা ১১টায় ’৭১ এর যীশু ও দুপুর ২টায় মেঘের অনেক রং এবং ৩০ এপ্রিল বেলা ১১টায় জয়যাত্রা ও দুপুর ২টায় হাঙ্গর নদী গ্রেনেড প্রদর্শন করা হবে।
মন্তব্য চালু নেই