সাতক্ষীরায় জাল নোটসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার মাধবকাটি বাজারে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে দশ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মিলন হোসেন (২৮)। সে সদর উপজেলার মাধবকাটি বাজারের আব্দুল বারীর ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরার ক্যাম্প কমান্ডার এ এসপি কাজেমুর রশিদ এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা সদর উপজেলার মাধবকাটি বাজারে অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে দশ হাজার টাকার ১০ টি নোটসহ মিলনকে আটক করে। তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই