দস্যুতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী
সাতক্ষীরায় ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হুদা গ্রেপ্তার
দস্যুতা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি নাজমুল হুদা রৃপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার মাজাট গ্রামে তার নিজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রওশন আলীর ছেলে।
শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নাজমুল হুদার বিরুদ্ধে দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি তিনটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী। গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে ছিলেন। রাতে তিনি বাড়ীতে এসেছেন, এমন সংবাদের ভিত্তিতে তার বাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মন্তব্য চালু নেই