সাতক্ষীরায় কপোতাক্ষ ও বেতনা খনন প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে এমপির সংবাদ সম্মলন
কপোতাক্ষ ও বেতনা খনন প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে সাতক্ষীরা প্রেসকাবে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়েছে। কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটি ও নদী বাাঁচাও সংগ্রাম কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির সমন্বয়ক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া ) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালে একনেকের বৈঠকে কপোতা নদ খননের জন্য ৪ বছর মেয়াদী প্রায় ২৬২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহন করা হয়। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। প্রকল্পের মেয়াদ তিন বছর অতিবাহীত হওয়ার পর চলতি বছর থনন প্রকল্পের কাজ শুরু হলেও প্রকল্পের ডিজাইন অনুযায়ী তা বাস্তবায়ন করা হচ্ছে না। স্কেভেটর মেশিন দিয়ে দিয়ে চেঁচে-ছিলে দায়সারা গোচের খনন করা হচ্ছে। কপোতা নদ খননের নকশা অনুযায়ী তলদেশ’র প্রস্থ হবে স্থান বিশেষ ১০৩ ফুট থেকে শুরু করে ১৩০ ফুট। মাথায় প্রস্থ হবে স্থান বিশেষ ১৪৮ ফুট থেকে শুরু করে ২০৩ ফুট। এবং গভীরতা হবে স্থান বিশেষ ১০ ফুট থেকে শুরু করে ১৪ ফুট। কিন্তু খনন করা হচ্ছে, তলদেশ প্রস্থ মাত্র ৩৩ ফুট, মাথায় প্রস্থ মাত্র ৪৯ ফুট ও গভীরতা সাড়ে ৬ ফুট। খননকৃত মাটি ১৭০ ফুট দূরে ফেলার কথা থাকলেও মাটি ফেলে হচ্ছে নদীর মাঝ খানে। বর্ষা আসলেই এসব মাটি ধ্বসে আবারও নদ ভরাট হয়ে যাবে।
তিনি আরো বলেন, কপোতাক্ষ ও বেতনা খননের নামে পানি উন্নয়ন বোর্ড এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার সীমাহীন অনিয়ম ও দূর্নীতি করছেন। তাদের এ অনিয়ম দূর্নীতির বিরদ্ধে তিনি টাক্সফোসের্র মাধ্যমে যথাযথ শাস্তির দাবী জানান। এ সময় তার সাথে ছিলেন, প্রেস কাব সভাপতি আবু আহমেদ, কপোতাক্ষ ও বেতনা বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটির নেতা আবু জাহিদ তপন, আবুল কালাম আজাদ, অ্যাড.ফাহিমুল হক কিসলু, হারুন উর রশিদ, আলীনূর খান বাবুল প্রমুখ।
মন্তব্য চালু নেই