সাতক্ষীরায় এমপির মেয়েকে উত্ত্যক্তের দায়ে ছাত্রলীগ নেতার কারাদণ্ড
এমপির কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে এক ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলার একটি ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেন।
জানা গেছে, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মুস্তফা লুৎফুল্লাহ’র কলেজ পড়ুয়া মেয়ে আদিতা আদৃতি সৃষ্টিকে উত্ত্যক্ত করার দায়ে আশিকুর রহমান নামে ওই ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।সাজাপ্রাপ্ত আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ জানান, কলেজের এক ছাত্র ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে সে অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগ দেয়। বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
উল্লেখ্য,এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ওই কলেজের সাবেক ছাত্র এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার কমিটি সভাপতি।
মন্তব্য চালু নেই