সাতক্ষীরার দেবহাটায় চিংড়ি চাষীদের প্রশিক্ষণ

হারুন-অর রশিদ, দেবহাটা (সাতক্ষীরা) ॥ সাতক্ষীরায় দেবহাটায় চিংড়ি চাষীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলার ধোলাইতলা গ্রামে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউ.এস.এইড এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস কর্তৃক পরিচালিত এ.আই.এন প্রকল্পের দেবহাটা সহ সাতক্ষীরা অঞ্চলের ১১৩৫৩ জন চাষীদের নিয়মিত পাক্ষিক প্রশিক্ষণ ৪ জন সুপারভাইজারের তদারকীতে ১০টি ডিপোর ৩১জন সম্প্রসারন কর্মীর মাধ্যমে পরিচালিত হচ্ছে। পাক্ষিক এ উঠান বৈঠকে ছবি ও হাতে কলমে ব্যবহারিকের মাধ্যমে চিংড়ি চাষের অত্যাবশ্যকীয় বিষয় যেমন, নার্সারী প্রস্তুতি, অভ্যস্তকরন, খাদ্য প্রয়োগ, সার প্রয়োগ ও তার মাত্রা নির্ধারন, লবনাক্ততা কমে গেলে কোন ধরনের সাদা মাছ কতটি করে ছাড়তে হবে, সব্জি চাষ ও অত্যাবশ্যকীয় অনুপুষ্টি সম্পর্কে ধারনা দেয়া হয়। ১৬ থেকে ১৮ টি উঠান বৈঠকের পাক্ষিক এ প্রশিক্ষণ এ বছর নভেম্বরে শেষ হবে। এ বছর ৭৯১৩ জন চাষীকে প্রশিক্ষন দেয়া হবে। তন্মদ্ধে ৭২৭৩ জন চিংড়ি চাষী ও ৬৮০ জন সাদা মাছ চাষী। উক্ত প্রশিক্ষন প্রদানের লক্ষ্যে বৃহষ্পতিবার সকাল ১০টায় দেবহাটার ধোলাইতলা গ্রামের ২৫ জন চাষীদের নিয়ে নমুনাঘের কেটে পরিবর্তিত প্রচলিত পদ্ধতিতে চিংড়ি চাষ কৌশল সম্পর্কে সম্প্রসারন সহায়ক শান্তনু ঘোষ ধারনা দিচ্ছেন। উল্লেখ্য, এ প্রকল্প সহায়তায় পিসিআর পরীক্ষিত বাগদা চিংড়ি সুলভ মূল্যে চাষীদের মাঝে সাতক্ষীরা শহরস্থ কমিশন এজেন্টদের (ট্রেডার্স) মাধ্যমে প্রদান করা হচ্ছে।



মন্তব্য চালু নেই