রমজানে দূঃস্থদের বিতরণের জন্য খারাপ চাল সরবরাহ
সাতক্ষীরার কলারোয়া খাদ্য গুদাম থেকে নমুনা চাল সংগ্রহ
রমজানে সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন দূঃস্থ ও অসহায় মানুষদের বিতরণের জন্য স্থানীয় সরকারি খাদ্য গুদাম থেকে পচাঁ, লালবর্ণের, অর্ধেক ভাঙ্গা ও খারাপ চাল সরবরাহের ঘটনায় টনক নড়েছে প্রশাসনের। সোমবার সকালে কলারোয়া খাদ্য গুদাম থেকে নমুনা চাল সংগ্রহ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। সম্প্রতি খাদ্য গুদাম থেকে খারাপ চাল সরবরাহের ঘটনায় স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্রপত্রিকা সহ ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ায় খবর প্রকাশের জের ধরে টনক নড়ে প্রশাসনের। সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লূৎফুল্লাহর আহবানে ইউএনও অনুপ কুমার তালুকদার খাদ্য গুদামে গিয়ে চালের নমুনা সংগ্রহ করেন। তিনি জানান, এমপি মহোদয়কে চাল দেখিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এদিকে, সেখানে উপস্থিত এক সাংবাদিক জানান, সম্প্রতি পৌরসভাকে সরবরাহকৃত খারাপ চালের সাথে ইউএনও মহোদয়ের সংগৃহিত নমুনা চালের যথেষ্ঠ পার্থক্য রয়েছে। পঁচা, লালবর্ণের, অর্ধেক ভাঙ্গা খারাপ চাল হয়তো সরিয়ে ফেলা হয়েছে। ভূক্তভোগিরা দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য চালু নেই