সাতক্ষীরার কলারোয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা
সাতক্ষীরার কলারোয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। নেশায় জর্জরিত সেই ছেলেকে ১মাসের কারাদন্ড প্রদাণ করেছেন ভ্রাম্যমান আদালত। থানা সূত্র জানায়, কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের মজিদ মল্লিক ও ফরিদা খাতুনের পুত্র রুবেল মল্লিক (১৯) দীর্ঘদিন ধরে গাঁজাসহ অন্যান্য মরননেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকা জোগাতে বিভিন্ন অপরাধের পাশাপাশি বাড়িতে চরম অশান্তিও শুরু করে। বারংবার মাদক ও অশান্তি থেকে মুক্তির নানান প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয় রুবেলের অভিভাবকরা। শেষপর্যন্ত সংশোধনের লক্ষ্যে অবাধ্য পুত্র রুবেলকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হলো নিজের মাতা। শনিবার রাতে মা ফরিদা খাতুন নিজের ছেলে রুবেলকে কলারোয়া থানায় সোপর্দ করে। পরে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বসা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অনুপ কুমার তালুকদার আটক রুবেলকে ১মাসের বিনাশ্রম কারাদান্ড প্রদাণ করেন।
মন্তব্য চালু নেই