সাঙ্গাকারা-ডেসকাটের ব্যাটে ঢাকার সংগ্রহ ১৫৮
বিপিএলে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও রায়ান টেন ডেসকাটের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস।
দলের পক্ষে কুমার সাঙ্গাকারা ৬০, রায়ান টেন ডেসকাট ৪৫* ও সৈকত আলী ১৫ রান করেন। বরিশাল বুলসের পক্ষে কেভিন কুপার ২টি, সেকুগে প্রসন্ন ২টি ও মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন।
এদিন ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার সৈকত আলীকে (১৫) ফিরিয়ে দেন কেভিন কুপার। অষ্টম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের বলে স্ট্যাম্পিং আউট হন লাহিরু থিরিমান্নে (৫)।
নবম ওভারে সেকুগে প্রসন্নের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচে পরিণত হন নাসির হোসেন (৫)। ১১তম ওভারে আবুল হাসান রাজুকেও (৮) ফেরান প্রসন্ন। ১৮তম ওভারে কুমার সাঙ্গাকারাকে মেহেদী মারুফের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান কেভিন কুপার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স। এর ফলে ছয় ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে সাকিব আল হাসানের দল।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াড: সৈকত আলী, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক, উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, নাসির হোসেন, ম্যালকম ওয়ালার, আবুল হাসান, মুস্তাফিজুর রহমান, ফরহাদ রেজা, মোশাররফ হোসেন, নাবিল সামাদ, রায়ান টেন ডেসকাট।
বরিশাল বুলস স্কোয়াড: এভিন লিউইস, রনি তালুকদার (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাদিফ চৌধুরী, সেকুগে প্রসন্ন, কেভিন কুপার, মোহাম্মদ সামি, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন।
মন্তব্য চালু নেই