সাঙ্গাকারার ৪০০

ব্যাট হাতে অনেক রেকর্ডের মালিক শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। টেস্ট হোক বা ওয়ানডে যখন যেখানে প্রয়োজন সেখানে সাঙ্গাকারা অসাধারণ। কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন সাঙ্গা। পাশাপাশি উইকেটের পেছনে দাঁড়িয়ে গড়েছেন আরও একটি রেকর্ড। ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ স্টাম্পিং করার রেকর্ডটিও এখন সাঙ্গাকারার দখলে। এবার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ১৮তম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে খেলছেন কুমার সাঙ্গাকারা। চতুর্থ ক্রিকেটার হিসেবে ৪০০তম ওয়ানডে ম্যাচ খেলছেন তিনি। এর আগে ভারতের শচীন টেন্ডুলকার, শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে এ রেকর্ড গড়েন। ৩৯৯ ম্যাচে ১৩৭৩৯ রান করেছেন সাঙ্গাকারা। ২১টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৯৩টি হাফ সেঞ্চুরির ইনিংস।



মন্তব্য চালু নেই