সাঙ্গাকারার সেই রেকর্ড ভাঙলেন এক নারী ক্রিকেটার!
২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে টানা ৪ ম্যাচে ৪টি সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
তাঁর সেই রেকর্ডটি এখন পর্যন্ত ছুঁতে পারেনি কোনো পুরুষ ক্রিকেটার। তবে এবার সাঙ্গাকারার সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ড একজন নারী ক্রিকেটার।
গত রোববার অকল্যান্ডের ইডেন পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসিয়েছেন নিউজিল্যান্ডের ৩০ বছর বয়সী নারী ক্রিকেটার অ্যামি স্যাটার্থওয়েট।
এই কিউই নারী ব্যাটার গত নভেম্বরে পাকিস্তানি প্রমীলাদের বিপক্ষে টানা তিন ম্যাচে খেলেছিলেন যথাক্রমে ১৩৭*, ১১৫* ও ১২৩ রানের তিনটি ইনিংস।
এরপর কয়েকমাস বিরতির পর রোববার ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই খেললেন ৯ চারের সাহায্যে ১১৩ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস।
উল্লেখ্য, তিনি ছাড়া বিশ্বের কোনো নারী ক্রিকেটারের টানা তিনটি সেঞ্চুরিও নেই! একইসাথে অস্ট্রেলিয়ান মেয়েদের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ড পেয়ে গেছে ৫ উইকেটের জয়।
প্রথমে ব্যাট করে বেথ মানির ১০০ রানের ইনিংসের সাহায্যে ২৭৫ রানের বিশাল পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। জবাবে অ্যামি স্যাটার্থওয়েটের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারালেও আরো ৫ বল হাতে থাকতেই জয় তুলে নেয় কিউই প্রমীলা দল।
ব্যাট হাতে রেকর্ড গড়ার পাশাপাশি অ্যামি স্যাটার্থওয়েট বল হাতেও নেন এক উইকেট। আর তাতেই ম্যাচসেরার পুরস্কার নিশ্চিত করেন তিনি।
মন্তব্য চালু নেই