সাগরপাড়ে সাকিব-শিশিরের রোমান্স

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেই পরিবারকে নিয়ে কক্সবাজারের পথ ধরেছেন সাকিব আল হাসান। এখনো সেখানেই অবস্থান করছেন বিশ্বের অন্যতম এই অলরাউন্ডার। সময়টা যে ভালো কাটছে, সেটা ভক্তদের টের পাইয়ে দিচ্ছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

কক্সবাজারে রোমান্টিক সময় কাটাচ্ছেন এই দম্পতি। সঙ্গে একমাত্র কন্যা আলাইনা হাসান অব্রি। একদিন আগেই সাকিবকে নিয়ে ছবি পোস্ট করেছেন। এবার একসঙ্গে ডিনারের ছবিও পোস্ট করে জানিয়ে দিলেন ভক্তদেরকে। সাকিবের এমন আয়োজনে মুগ্ধ তিনি।

শিশির লিখেছেন, ‘সাগর আমাদের জন্য খোলা আকাশের নিচে রোমান্টিক পরিবেশ তৈরি করে দিয়েছে। চারিদিকে সাগর ছাড়া আর কোন শব্দ নেই। আরো একটা দিন লাখোবার মনে করিয়ে দিচ্ছে আমরা একে অপরকে কতটা ভালোবাসি।’

12919800_1107013989320454_2369680311094214107_n

জানিয়ে রাখা ভালো, আন্তর্জাতিক কোন ম্যাচ সামনে না থাকায় কক্সবাজার থেকে ফিরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) ফিরতে হবে সাকিবকে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি।



মন্তব্য চালু নেই