নিখোঁজ-১২
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় থাইল্যান্ডে আটক সাতক্ষীরার কলারোয়ার ২ যুবক
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় থাইল্যান্ড পুলিশের হাতে আটক হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দুই যুবক। আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার ধানদিয়ার-মানিকনগর গ্রামের আকিমুদ্দিন গাজীর পুত্র ফারুক হোসেন (২০) ও চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র ইকবাল হোসেন (২৫)। জানা গেছে, গত মার্চ মাসে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে চোরাইপথে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার জন্য রওনা হলে পথিমধ্যে থাইল্যান্ডের পুলিশ আটক করে এ দুই যুবক। এদের পরিচয় ও ঠিকানা সঠিক আছে কি না তা যাচাই করে দেখার জন্য থাইল্যান্ড ইমিগ্রেশন পুলিশ সেন্টার আইডিসি বাংলাদেশ হাইকমিশনের কাছে লিখিত ভাবে জানিয়েছেন। তারা গত ২মাস ধরে থাইল্যান্ডের জেল হাজতে আটক রয়েছে বলে জানা গেছে। এদিকে, একই ভাবে সাগর পথে মালয়েশিয়ায় যাওয়ার সময় গত বছরের ২৫ আগস্ট কলারোয়ার ১২জন ব্যক্তি নিখোঁজ হন। যাদের কোন খোঁজ আজও পর্যন্ত পাওয়া যায়নি। ওই সময় থেকে নিখোঁজ ব্যক্তিরা হলো উপজেলার বসন্তপুর গ্রামের সাহেদ আলী বিশ্বাস, সাইফুল ইসলাম বিশ্বাস, মোতাহার হোসেন সোহাগ, সেলিমুল আজম সুমন, আল আমিন, আব্দুস সাত্তার, কবিরুল ইসলাম, বাবু সানা, আব্দুর রহিম, আজমুল হোসেন, আরিফ হোসেন ও রাজু হোসেন ।
মন্তব্য চালু নেই