সাক্ষাত শেষে বিদায় মুহূর্তে যে দোয়া করবেন

মানুষ একে অন্যের সঙ্গে দেখা-সাক্ষাত করে বিদায় নেয়। আবার পরিবারের লোকজন কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যায়। সন্তান-সন্তুতি পড়া-লেখাসহ বিভিন্ন কারণে বাবা-মার নিকট থেকে বিদায় নিয়ে দূর-দূরান্ত যায়। সে সময় পরস্পর পরস্পরের জন্য দোয়া করা জরুরি। হাদিসে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে; যা তুলে ধরা হলো-

উচ্চারণ : আসতাওদিয়ু’ল্লা-হা দি-নাকা ওয়া আ`মা-নাতাকা ওয়া খাওয়া-তি-মা আ’মালিকা ওয়া ঝাওয়্যাদাকাল্লা-হুত তাক্বওয়া ওয়া গাফারা জামবাকা ওয়া ইয়াস্‌সারা লাকাল খাইরা হাইছু মা কুংতা।

অর্থ- তোমার দ্বীন, তোমার আমানত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর ওপর সোপর্দ করলাম। আল্লাহ যেন তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন। তোমার গুনাহ ক্ষমা করে দেন। আর তুমি যেখানেই থাক যে কাজই কর, কল্যাণকর (সকল) দিক যেন আল্লাহ তোমার জন্য সহজ করে দেন। (আবু দাউদ, তিরিমিজি, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাক্ষাত ও বিদায়ের মুহূর্তে পরস্পরের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।



মন্তব্য চালু নেই