সাকিব, মুস্তাফিজের দল মাঠে নামছে আজ

আইপিএলে আজ আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতার প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

অন্যদিকে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে হায়দরাবাদ। রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

কলকাতা ও হায়দরাবাদ, দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরে গেছে। জ্বলে উঠতে পারেননি সাকিব, মুস্তাফিজও।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সাকিব, ৪ বলে করেন ৬ রান। পরে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে অবশ্য একটি উইকেট নিয়েছিলেন।

অন্যদিকে হায়দরাবাদের ব্যাটিং ব্যর্থতার ম্যাচে ২ ওভার বল করে ২১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে পুনের কাছে হেরে গিয়েছিল তার দল।

আজ কলকাতা ও হায়দরাবাদ, দুই দলেরই তাই জয়ে ফেরার লড়াই। আর বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজের লড়াইটা ছন্দে ফেরার।

বর্তমানে ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সমান ম্যাচে তিন জয়ে পঞ্চম স্থানে রয়েছে হায়দরাবাদ।



মন্তব্য চালু নেই