সাকিব বীরত্বে জ্যামাইকার জয়

এবার বিপদের সময় হাল ধরে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বেঙ্গল তারকা সাকিব আল হাসান। গতকাল গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তার দল জ্যামাইকা তালাওয়াস জিতেছে ৫ উইকেটে। সাকিব ৪৭ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা। গায়না নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে। সাকিব ২ ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে এক উইকেট নেন। দুটি করে উইকেট পেয়েছেন স্টেইন এবং ইমাদ ওয়াসিম।

অল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে গেইল ওপেন করেননি। গেইলহীন টপঅর্ডার শুরুতে চরম বিপর্যয়ে পড়ে। দুই রানে চার উইকেট হারিয় ফেলে তারা! সাঙ্গাকারা , পাওয়েল, ম্যাককার্থি শুন্য রানে সাজঘর ধরেন। এরপর রাসেলকে নিয়ে হাল ধরেন সাকিব। রাসেল ২৪ রানে যখন ফিরে যান তখন জ্যামাইকার সংগ্রহ ৪৫/৫। এরপর গেইল এসে ধীরে-সুস্থে খেলতে থাকেন। ধীরে ধীরে নিজের চেনারূপে ফেরেন তিনি। ২৯ বলে ৪৫ রান করে ম্যাচ শেষ করে দিয়ে যান। আরেক প্রান্তে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ সাকিবও নির্ভার থেকে চালাতে থাকেন।



মন্তব্য চালু নেই