সাকিব কন্যাকে নিয়ে ফেসবুকে যা লিখলেন সুবর্ণা মুস্তফা

wcX12FfvP4FW

প্রথম বারের মতো সাকিব কন্যার সাক্ষাত পেয়েছেন অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তফা। এরপরই এক ফেসবুক বার্তায় তার অনুভূতি জানিয়েছেন গুণী এ শিল্পী।

তিনি তার ফেসবুক বার্তায় লেখেন: ছোট্ট রাজকন্যা আলাইনা হাসানের সঙ্গে প্রথম বারের মতো সাক্ষাত হলো……….সে একটা আনন্দের ঝুলি।



মন্তব্য চালু নেই